তোমার মঙ্গলকার্য

তব ভৃত্য-পানে

অযাচিত যে প্রেমেরে

ডাক দিয়ে আনে,

যে অচিন্ত্য শক্তি দেয়,

যে অক্লান্ত প্রাণ,

সে তাহার প্রাপ্য নহে--

সে তোমারি দান।