১৬০

তোমারে, প্রিয়ে, হৃদয় দিয়ে

জানি তবুও জানি নি।

সকল কথা বল নি অভিমানিনী॥