দুঃখশিখার প্রদীপ জ্বেলে

খোঁজো আপন মন,

হয়তো সেথা হঠাৎ পাবে

চিরকালের ধন।