দুই প্রাণ মিলাইয়া

যে সংসার করিছ রচন

তাহাতে সঞ্চিত হোক

নিখিলের আশীর্বচন।

ধ্রুবতারকার মতো

তোমাদের প্রেমের মহিমা

বিশ্বের সম্পদ হোক

ছাড়ায়ে গৃহের ক্ষুদ্র সীমা।