দুই পারে দুই কূলের আকুল প্রাণ,

মাঝে সমুদ্র অতল বেদনাগান।