দুখের দশা শ্রাবণরাতি--

বাদল না পায় মানা,

চলেছে একটানা।

সুখের দশা যেন সে বিদ্যুৎ

ক্ষণহাসির দূত।