কল্যাণীয় শ্রীমান কনক ও কল্যাণীয়া লীলার

শুভ পরিণয় উপলক্ষে আশীর্বাদ--

দুর্গম সংসার-পথে আজ হতে, হে যুগল যাত্রী,

প্রেমের পাথেয় নিয়ে পূর্ণপ্রাণে চলো দিনরাত্রি।

দুঃখে মিলাক দাহ, সুখের ঘুচুক মোহধন্ধ,

আঘাতে সংঘাতে থাক অবিচ্ছিন্ন মিলনের বন্ধ।