২০

দাঁড়ায়ে গিরি, শির

মেঘে তুলে,

দেখে না সরসীর

বিনতি।

অচল উদাসীর

পদমূলে

ব্যাকুল রূপসীর

মিনতি॥