দাড়ীশ্বরকে মানত ক'রে

গোঁপ-গাঁ গেল হাবল--

স্বপ্নে শেয়ালকাঁটা-পাখি

গালে মারল খাবল।

দেখতে দেখতে ছাড়ায় দাড়ি

ভদ্র সীমার মাত্রা--

নাপিত খুঁজতে করল হাবল

রাওলপিণ্ডি যাত্রা।

উর্‌দু ভাষায় হাজাম এসে

বক্‌ল আবল-তাবল।

তিরিশটা খুর একে একে

ভাঙল যখন পটাৎ

কামারটুলি থেকে নাপিত

আনল তখন হঠাৎ

যা হাতে পায় খাঁড়া বঁটি

কোদাল করাত সাবল।