দাদুরে যে মনে করে লিখেছ এ চিঠি

তাই ভাবি দাদুতেও আছে কিছু মিঠি।

সেটা কি অহৈতুকী প্রীতি

অথবা চকোলেটের স্মৃতি--

এ কথাটা নয় খুব সোজা,

হয়তো বছর-কয় যাবে নাকো বোঝা।

তবু যদি লিখে রাখি তাহে ক্ষতি নেই

সংক্ষেপে এই--

ভিতরে এনেছ তুমি বিধাতার চিনি,

আমি সে বাহির হতে বাজারেতে কিনি।