দিগন্তে ওই বৃষ্টিহারা

মেঘের দলে জুটি

লিখে দিল-- আজ ভুবনে

আকাশ ভরা ছুটি।