দিগন্তে পথিক মেঘ

চ'লে যেতে যেতে

ছায়া দিয়ে নামটুকু

লেখে আকাশেতে।