১১৬

দিন দেয় তার সোনার বীণা

নীরব তারার করে--

চিরদিবসের সুর বাঁধিবার তরে॥