৪৩

দিন হয়ে গেল গত।

শুনিতেছি বসে নীরব আঁধারে

আঘাত করিছে হৃদয়দুয়ারে

দূর প্রভাতের ঘরে-ফিরে-আসা

পথিক দুরাশা যত॥