দিনান্তে ধরণী যথা

চেয়ে থাকে স্তব্ধ নির্নিমিখে

নিশীথের সপ্তর্ষির দিকে,

জীবনের প্রান্ত হতে

তেমনি কি শান্ত তব চোখ

দেখিতেছে সুদূর আলোক?