১৪৭

দিনান্তের ললাট লেপি'

রক্ত-আলো-চন্দনে

দিগ্বধূরা ঢাকিল আঁখি

শব্দহীন ক্রন্দনে॥