দিনের আলো নামে যখন

ছায়ার অতলে

আমি আসি ঘট ভরিবার ছলে

একলা দিঘির জলে।

তাকিয়ে থাকি,দেখি সঙ্গীহারা

একটি সন্ধ্যাতারা

ফেলেছে তার ছায়াটি এই

কমলসাগরে।

ডোবে না সে, নেবে না সে,

ঢেউ দিলে সে যায় না তবু স'রে--

যেন আমার বিফল রাতের

চেয়ে থাকার স্মৃতি

কালের কালো পটের 'পরে

রইল আঁকা নিতি।

মোর জীবনের ব্যর্থ দীপের

অগ্নিরেখার বাণী

ঐ যে ছায়াখানি।