১৩২

দিনের আলোক যবে রাত্রির অতলে

হয়ে যায় হারা

আঁধারের ধ্যাননেত্রে দীপ্ত হয়ে জ্বলে

শত লক্ষ তারা ।

আলোহীন বাহিরের আশাহীন দয়াহীন ক্ষতি

পূর্ণ করে দেয় যেন অন্তরের অন্তহীন জ্যোতি ॥