১৩৫

দেবতা যে চায় পরিতে গলায়

মানুষের গাঁথা মালা,

মাটির কোলেতে তাই রেখে যায়

আপন ফুলের ডালা॥