১৪

দেবমন্দির-আঙিনাতলে শিশুরা করেছে মেলা।

দেবতা ভোলেন পূজারি-দলে,দেখেন শিশুর খেলা॥