দোষী করিব না তোমারে,

ব্যথিত মনের বিকারে,

নিজেরেই আমি নিজে নিজে করি ছলনা।

মনেরে বুঝাই বুঝি ভালোবাস,

আড়ালে আড়ালে তাই তুমি হাস;

স্থির জান, এ যে অবুঝের খেলা,

এ শুধু মোহের রচনা।

সন্ধ্যামেঘের রাগে

অকারণে যত ভেসে-চলে-যাওয়া

অপরূপ ছবি জাগে।

সেইমতো ভাসে মায়ার আভাসে

রঙিন বাষ্প মনের আকাশে,

উড়াইয়া দেয় ছিন্ন লিপিতে

বিরহমিলন-ভাবনা।