ধূমকেতু মাঝে মাঝে হাসির ঝাঁটায়

দ্যুলোক ঝাঁটিয়ে নিয়ে কৌতুক পাঠায়

বিস্মিত সূর্যের সভা ত্বরিতে পারায়ে--

পরিহাসচ্ছটা ফেলে সুদূরে হারায়ে,

সৌর বিদূষক পায় ছুটি।

আমার জীবনকক্ষে জানি না কী হেতু,

মাঝে মাঝে এসে পড়ে খ্যাপা ধূমকেতু--

তুচ্ছ প্রলাপের পুচ্ছ শূন্যে দেয় মেলি,

ক্ষণতরে কৌতুকের ছেলেখেলা খেলি

নেড়ে দেয় গম্ভীরের ঝুঁটি।

এ জগৎ মাঝে মাঝে কোন্‌ অবকাশে

কখনো বা মৃদুস্মিত কভু উচ্চহাসে

হেসে ওঠে, দেখা যায় আলোকে ঝলকে--

তারা কেহ ধ্রুব নয়, পলকে পলকে

চিহ্ন তার নিয়ে যায় মুছে।

তিমির-আসনে যবে ধ্যানমগ্ন রাতি

উল্কাবরিষনকর্তা করে মাতামাতি--

দুই হাতে মুঠা মুঠা কৌতুকের কণা

ছড়ায় হরির লুঠ, নাহি যায় গনা,

প্রহর-কয়েক যায় ঘুচে।

অনেক অদ্ভুত আছে এ বিশ্বসৃষ্টিতে,

বিধাতার স্নেহ তাহে সহাস্য দৃষ্টিতে।

তেমনি হালকা হাসি দেবতার দানে

রয়েছে খচিত হয়ে আমার সম্মানে--

মূল্য তার মনে মনে জানি।

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি

হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি।

এ নিয়ে প্রবীণ যদি করে রাগারাগি

বিধাতার সাথে তারে করি ভাগাভাগি

হাসিতে হাসিতে লব মানি।

রবীন্দ্রনাথ ঠাকুর