ধরণীর খেলা খুঁজে

শিশু শুকতারা

তিমিররজনীতীরে

এল পথহারা।

উষা তারে ডাক দিয়ে

ফিরে নিয়ে যায়,

আলোকের ধন বুঝি

আলোকে মিলায়।