১৩০

ধরার মাটির তলে বন্দী হয়ে যে-আনন্দ আছে

কচিপাতা হয়ে এল দলে দলে অশথের গাছে ।

বাতাসে মুক্তির দোলে ছুটি পেল ক্ষণিক বাঁচিতে,

নিস্তব্ধ অন্ধের স্বপ্ন দেহ নিল আলোয় নাচিতে ॥