ধূসর গোধূলিলগ্নে সহসা দেখিনু একদিন

মৃত্যুর দক্ষিণবাহু জীবনের কণ্ঠে বিজড়িত,

রক্ত সূত্রগাছি দিয়ে বাঁধা;

চিনিলাম তখনি দোঁহারে।

দেখিলাম, নিতেছে যৌতুক

বরের চরম দান মরণের বধূ;

দক্ষিণবাহুতে বহি চলিয়াছে যুগান্তের পানে।