ধীরু কহে শূন্যেতে মজো রে,

নিরাধার সত্যেরে ভজো রে।

এত বলি যত চায় শূন্যেতে ওড়াটা

কিছুতে কিছু-না-পানে পৌঁছে না ঘোড়াটা,

চাবুক লাগায় তারে সজোরে।

ছুটে মরে সারারাত, ছুটে মরে সারাদিন--

হয়রান হয়ে তবু আমিহীন ঘোড়াহীন

আপনারে নাহি পড়ে নজরে।