নবীন আগন্তুক,

নব যুগ তব যাত্রার পথে

চেয়ে আছে উৎসুক।

কী বার্তা নিয়ে মর্তে এসেছ তুমি;

জীবনরঙ্গভূমি

তোমার লাগিয়া পাতিয়াছে কী আসন।

নরদেবতার পূজায় এনেছ

কী নব সম্ভাষণ।

অমরলোকের কী গান এসেছ শুনে।

তরুণ বীরের তূণে

কোন্‌ মহাস্ত্র বেঁধেছ কটির 'পরে

অমঙ্গলের সাথে সংগ্রাম-তরে।

রক্তপ্লাবনে পঙ্কিল পথে

বিদ্বেষে বিচ্ছেদে

হয়তো রচিবে মিলনতীর্থ

শান্তির বাঁধ বেঁধে।

কে বলিতে পারে তোমার ললাটে লিখা

কোন্‌ সাধনার অদৃশ্য জয়টিকা।

আজিকে তোমার অলিখিত নাম

আমরা বেড়াই খুঁজি--

আগামী প্রাতের শুকতারা-সম

নেপথ্যে আছে বুঝি।

মানবের শিশু বারে বারে আনে

চির আশ্বাসবাণী--

নূতন প্রভাতে মুক্তির আলো

বুঝি-বা দিতেছে আনি।