নয়ন-অতিথিরে

শিমুল দিল ডালি--

নাসিকা প্রতিবেশী

তা নিয়ে দেয় গালি।

সে জানে গুণ শুধু

প্রমাণ হয় ঘ্রাণে--

রঙ যে লাগে রূপে

সে কথা নাহি জানে।