নয়নে নিঠুর চাহনি,

হৃদয়ে করুণা ঢাকা--

গভীর প্রেমের কাহিনী

গোপন করিয়া রাখা।