ওঁ

কল্যাণীয়েষু

নাই হল চাক্ষুষ পরিচয়,

মনে মনে না দেখেও দেখা হয়।

অদৃশ্য পথতলে নাই মানা

কল্পনা যে আকাশে মেলে ডানা।

বাণীর সে মানসিক পথ বেয়ে

আশীর্বচনখানি যাক ধেয়ে।