নাম তার ভেলুরাম ধুনিচাঁদ শিরত্থ,

ফাটা এক তম্বুরা কিনেছে সে নিরর্থ।

সুরবোধ-সাধনায়

ধুরপদে বাধা নাই,

পাড়ার লোকেরা তাই হারিয়েছে ধীরত্ব--

অতি-ভালোমানুষেরও বুকে জাগে বীরত্ব॥