নিঃস্বতাসংকোচে দিন

অবসন্ন হলে

নিভৃতে নিঃশব্দ সন্ধ্যা

নেয় তারে কোলে।