৮৫

নিমেষকালের খেয়ালের লীলাভরে

অনাদরে যাহা দান কর অকাতরে

শরৎ-রাতের খসে-পড়া তারাসম

উজ্জ্বলি উঠে প্রাণের আঁধারে মম॥