নিরুদ্যম অবকাশ শূন্য শুধু,

শান্তি তাহা নয়--

যে কর্মে রয়েছে সত্য

তাহাতে শান্তির পরিচয়।