পুণ্যধারার অভিষেক বারি

শুভপরিণয় পরে

স্বর্গলোকের প্রসাদ আনুক

মর্তলোকের ঘরে।