পতিত ক্ষেতের ধূসরিত ভূমে

আগামী ফসল নিমগন ঘুমে,

আলোর আড়ালে ভূতলের নীচে

সোনার স্বপন অঙ্কুরিছে

মাটির মন্ত্রবলে।

সে মহামন্ত্র আশীর্বাদের

গোপনে লভিছে মন তোমাদের,

ভবিষ্যতের উদার আশার

সেই তো বাহন-- পুণ্যভাষার

ধীরে ধীরে ফল ফলে।

মিলাইয়া হাত দেবে ও মানবে

একত্র হয়ে কাজ করি যবে

পৌরুষ তবে সার্থক হয়,

দেবতাপ্রসাদ নিজগুণে লয়--

জিৎ হয় মানবেরই।

আকাশের আলো বৃষ্টির জল

যত কেন নামে সবই নিষ্ফল--

নিজের শক্তি না যদি জাগাই

তবে কাঁটাগাছ আর আগাছাই

মাঠ বাট ফেলে ঘেরি।