পথে যবে চলি মোর ছায়া পড়ে লুটায়ে,

ধরণী কখনো তারে রাখে না তো উঠায়ে।

খাতা কেন ভরো যত উড়ো কথাগুলোতে,

মুক্তি লভুক তারা, মিলে যাক ধুলোতে।