পথে যেতে যেতে হল

পথিকের মেলা--

কিছু হল কথা, আর

কিছু হল খেলা।

তার পরে মিলে গেল

দিগন্তের পারে

ছায়ার মতন একেবারে।