পদ্মের পাতা পেতে আছে অঞ্জলি

রবির করের লিখন ধরিবে বলি।

সায়াহ্নে রবি অস্তে নামিবে যবে

সে ক্ষণলিখন তখন কোথায় রবে!