আজ তুমি ছোটো বটে, যার সঙ্গে গাঁঠছড়া বাঁধা

যেন তার আধা।

অধিকারগর্বভরে

সে তোমারে নিয়ে চলে নিজঘরে।

মনে জানে তুমি তার ছায়েবানুগতা--

তমাল সে, তার শাখালগ্ন তুমি মাধবীর লতা।

আজ তুমি রাঙাচেলি দিয়ে মোড়া

আগাগোড়া,

জড়োসড়ো ঘোমটায়-ঢাকা

ছবি যেন পটে আঁকা।

আসিবে-যে আর-একদিন,

নারীর মহিমা নিয়ে হবে তুমি অন্তরে স্বাধীন

বাহিরে যেমনি থাক্‌।

আজিকে এই-যে বাজে শাঁখ

এরি মধ্যে আছে গূঢ় তব জয়ধ্বনি।

জিনি লবে তোমার সংসার, হে রমণী,

সেবার গৌরবে।

যে-জন আশ্রয় তব তোমারি আশ্রয় সেই লবে।

সংকোচের এই আবরণ দূর ক'রে

সেদিন কহিবে-- দেখো মোরে!

সে দেখিবে ঊর্ধ্বে মুখ তুলি

সৃপ্ত হয়ে পড়ে গেছে ধূসর সে কুণ্ঠিত গোধূলি--

দিগন্তের 'পরে স্মিতহাসে

পূর্ণচন্দ্র একা জাগে বসন্তের বিস্মিত আকাশে।

বুঝিবে সে দেহে মনে।

প্রচ্ছন্ন হয়েছে তরু পুষ্পিত লতার আলিঙ্গনে