পুরানো কালের কলম লইয়া হাতে

লিখি নিজ নাম নূতন কালের পাতে।

নবীন লেখক তারি 'পরে দিনরাতি

লেখে নানামত আপন নামের পাঁতি।

নূতনে পুরাণে মিলায়ে রেখার পাকে

কালের খাতায় সদা হিজিবিজি আঁকে।