পশ্চিম দিকের প্রান্তে ম্লায়মান রবি

হেরিতেছে ধরণীর গোধূলির ছবি।

সেথা তব বাতায়নতলে

আরতির দীপশিখা জ্বলে,

রবি সেই স্থির শিখা পর

বিদায়ের আশীর্বাদে মিলাইল কর।