পাখিওয়ালা বলে, "এটা

কালোরঙ চন্দনা।'

পানুলাল হালদার

বলে, "আমি অন্ধ না--

কাক ওটা নিশ্চিত,

হরিনাম ঠোঁটে নাই।'

পাখিওয়ালা বলে, "বুলি

ভালো করে ফোটে নাই--

পারে না বলিতে বাবা,

কাকা নামে বন্দনা।'