পাতালে বলিরাজার যত বলীরামরা,

ভূতলেতে ঘাসিরাম আর ঘনশ্যামরা,

লড়াই লাগালো বেগে; ভূমিকম্পন লেগে

চারিদিকে হাহাকার করে ওঠে গ্রামরা।

মানুষ কহিল, "ক্রমে খবর উঠছে জমে,

সেটা খুব মজা, তবু মরি কেন আমরা।'