পেয়েছি যে-সব ধন,

যার মূল্য আছে,

ফেলে যাই পাছে।

যার কোনো মূল্য নাই,

জানিবে না কেও,

তাই থাকে চরম পাথেয়।