ফুল কহে ফুকারিয়া, ফল, ওরে ফল,

কত দূরে রয়েছিস বল্‌ মোরে বল্‌।

ফল কহে, মহাশয়, কেন হাঁকাহাঁকি,

তোমারি অন্তরে আমি নিরন্তর থাকি।