ফুলের কলিকা প্রভাতরবির

প্রসাদ করিছে লাভ,

কবে হবে তার হৃদয় ভরিয়া

ফলের আবির্ভাব।