১৬২

ফুলের লাগি তাকায়ে ছিলি শীতে

ফলের আশা ওরে!

ফুটিল ফুল ফাগুন-রজনীতে,

বিফলে গেল ঝরে॥