ফাগুন এল দ্বারে,

কেহ যে ঘরে নাই--

পরান ডাকে কারে

ভাবিয়া নাহি পাই।