ফাগুন কাননে অবতীর্ণ,

ফুলদল পথে করে কীর্ণ।

অনাগত ফলে নাই দৃষ্টি,

নিমেষে নিমেষে অনাসৃষ্টি।